অনলাইন জুয়ার আরেক নাম ক্যাসিনো আলি

Akbor News
0






 জুয়া খেলা এখন বাসা বেঁধেছে মানুষের হাতে আর পকেটে পকেটে। অনেকটা লোকচক্ষুর আড়ালে, যা নিয়ে মাতোয়ারা থাকতেন জুয়াড়িরা, সেটিই এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে উঠেছে সমাজে। ডিজিটাল উৎকর্ষে ভর করে স্মার্টফোনের মাধ্যমে জুয়া এখন পরিচিত ‘বেটিং সাইট’ বা ‘ক্যাসিনো গেম’ নামে। আর অনলাইনে জুয়ার এই সামাজিক ব্যাধি সব শ্রেণি-পেশার মানুষ বিশেষ করে যুবসমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে প্রতারণার আশ্রয়।


মেহেরপুরের আলির নামে একটু তদন্ত করলে দেখা যায়, দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে । 1xbet,linebet, melbet এজেন্ট চালাই আলি। এবং সে বিকাশ এবং নগদ ওয়ালেট এজেন্ট চালাই। এই আলি কোমরপুরের সাকিব এবং গাংনীর আরাফে সাথে গড়ে উঠেছে মধুর সুসম্পর্ক। কিছুদিন আগে আরাফকে সাথে নিয়ে ইন্ডিয়া ঘুরে এসেছে আলি। 


আলির কাছে এখনো চ্যানেল বিক্রি করার টাকা পাবে আরাফ।

 আরাফ এখন মালয়েশিয়ায় অবস্থান করছেন।


আলির সাথে আরো তার ২-৩ টা ফ্রেন্ড আছে , তারাও এজেন্ট এর সাথে জড়িত ! কিন্তু আমরা অনেক ভিতরে থেকে জানতে পারি! দেশের টাকা সব আলির মাধ্যমে দেশের বাহিরে পাঠানো হয়! আলীর বন্ধু, মাসুদ সেও এই একই কর্মকাণ্ডে জড়িত আলীর সঙ্গে।

Post a Comment

0Comments

Post a Comment (0)